ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক স্বপ্ন বিভোর তরুণের হাত ধরে ছাত্র কল্যাণের মহান উদ্দেশ্যে ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করেছিল ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। সময়ের স্রোতে ভেসে ভেসে 35 বছর পেরিয়ে ফোকাস আজ শুধু একটি নামই নয়, এক আস্থার স্থপতি। ব্যবসায়িক তীব্র প্রতিযোগিতার এই যুগে ছাত্র কল্যাণ ও মানব সেবায় নিবেদিত ফোকাসের পথ চলা কখনোই কুসমাস্তীর্ন ছিল না। তবুও হাজারও শিক্ষার্থী আর অভিভাবক মহলের আস্থা ও ভালোবাসায় সিক্ত হয়ে আমরা খুঁজে পেয়েছি সামনে এগিয়ে যাওয়ার শক্তি ও প্রেরণা। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সেরা বিশ্ববিদ্যালয় গুলোতে আমাদের শিক্ষার্থীরাই প্রথম সারির স্থানগুলো অর্জন করেছে। তবে নিছক চাকচিক্য আর ব্যবসায়িক স্বার্থসিদ্ধির কোন উদ্দেশ্য আমাদের কখনোই ছিল না, থাকবেও না। ছাত্র কল্যাণ, সেরা মান, আন্তরিক সেবা ও নৈতিক মূল্যবোধের উন্নয়নই আমাদের অবলম্বন। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সবচেয়ে ভালো ও আন্তরিক পরিচর্যা দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আলহামদুলিল্লাহ্, এর প্রতিফল বরাবরের মত 2016-17 সেশনেও আমরা দেখতে পেয়েছি। আমাদের ধারাবাহিক সাফল্যের উল্লেখযোগ্য অংশ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গঠনমূলক সমালোচনা ও বিবেচনার ভার তো রইল আপনাদেরই উপর।
তাসনিম মুয়াজ
মহাপরিচালক
ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং