ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর সাফল্যের নেপথ্যে
* এককমাত্র আমাদের কোচিং-ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্বনামধন্য শিক্ষকমন্ডলীর তত্ত্বাবধানে একঝাঁক মেধাবী ছাত্রদের সমন্বয়ে গঠিত পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালিত হয়।
* কেবল আমরাই কোচিং-এর শুরুতেই স্পেশাল ব্যাচ গঠন করে থাকি এবং Performance এর ভিত্তিতে শিক্ষার্থীদেরকে A,B,C ক্যাটাগরিতে ভাগ করে সিনিয়র শিক্ষকদের তত্ত্বাবধানে Intensive Care এর আওতায় নিয়ে আসি।
* ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথম সারির ছাত্রদের দ্বারা সংশ্লিষ্ট বিষয়ের লেকচার শিট তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের (যারা একসময় ফোকাসেরই শিক্ষক বা ছাত্র ছিলেন) সরাসরি তত্ত্বাবধানে মান সংরক্ষণ হয়ে থাকে।
* সর্বাধিক সংখ্যক মানসম্মত মডেল টেস্ট গ্রহণ এবং পরীক্ষার র্পূব পর্যন্ত কোচিং-এর তত্ত্ববধান অব্যাহত রাখা হয়।
* অন্যান্য যে কোন কোচিং থেকে ফোকাস একেবারেই আলাদা। কারণ অন্যান্য কোচিংগুলো যেখানে এক ব্যাচে ৭০-৮০ জন ক্লাস করায় সেখানে ফোকাস নিবিড় তত্ত্বাবধানের উদ্দেশ্যে সীমিত সংখ্যক শিক্ষার্থী নিয়ে ব্যাচ করে থাকে।
* ঢাকার বাইরে ফোকাসের সকল শাখায় ঢাকা থেকে শিক্ষক পাঠানো হয়। ঢাকার বাইরের শাখাসমূহের বিস্ময়কর সাফল্য তারই প্রমাণ।
* ফোকাসের সকল শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটে অধ্যায়নরত ছাত্র।
*প্রতিটি পরীক্ষার ফলাফল সংরক্ষন ও SMS এর মাধ্যমে অভিভাবকদের অবহিত করা হয়।
* কম স্কোরধারী ছাত্র-ছাত্রীদেরকে বিশেষ নার্সিং এর আওতায় নিয়ে নিবিড় পরিচর্যা করা হয়।
তোমাদের জন্য যত আয়োজন
ক্লাস ও পরীক্ষা সমূহ
ক ইউনিট |
পদার্থ+রসায়ন প্রতি বিষয়ের ১২টি ক্লাস, ১৬টি পরীক্ষা |
ক ইউনিট |
গণিত+জীববিজ্ঞান প্রতি বিষযের ১২টি ক্লাস, ১৬টি পরীক্ষা |
খ+গ+ঘ ইউনিট |
ইংরেজী ১২টি ক্লাস, ১৬টি পরীক্ষা |
খ+গ+ঘ ইউনিট |
সাধারণ জ্ঞান প্রতি ইউনিটে ১৬টি ক্লাস, ২১টি পরীক্ষা |
গ ইউনিট |
হিসাব বিজ্ঞান ১২টি ক্লাস, ১৬টি পরীক্ষা |
গ ইউনিট |
ব্যবস্থাপনা + ফিন্যন্স + মার্কেটিং প্রতি বিষয়ে ৬টি ক্লাস, ৯টি পরীক্ষা |
যোগ্য করে গড়ার নিয়মিত কার্যক্রম
* Class Lecture: প্রতিটি ক্লাসে বিস্তারিত তথ্য সমৃদ্ধ Lecture Sheet প্রদানের পর সেই Lecture Sheet এর ভিত্তিতে লেকচার প্রদান এবং আনুষাঙ্গিক সকল বিষয়ের আলোকপাত। এছাড়া লেকচার সংশ্লিষ্ট অধ্যায়গুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষার প্রশ্ন আলোচনা ও সমাধান এবং উল্লিখিত অধ্যায়গুলোর সাম্প্রতিক পরিবর্তন বিশ্লেষণ।
* Question Review: লেকচার সংশ্লিষ্ট অধ্যায়গুলো থেকে বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষায় আগত প্রশ্নের ধরণ ও পরিবর্তন আলোচনা এবং সর্বশেষ প্রশ্ন Pattern এর আলোকে সাম্প্রতিক বিশ্লেষণ।
* Practice Sheet: প্রতিটি ক্লাস শেষে শিক্ষার্থীদের Self Dependent করার লক্ষ্যে Practice Sheet প্রদান করা হয়। ছাত্র-ছাত্রীরা Pracice Sheet কিভাবে Solve করবে সে ব্যাপারে বিস্তারিত দিক নির্দেশনা ও Book Reference প্রদান করা হয়।
* Solve Class: প্রতিদিনের পরীক্ষা শেষে বিশেষ সমস্যাগুলো যত্নের সাথে সমাধান করে দেওয়া হয়। এছাড়াও প্রতি ৩ লেকচার পরপর এবং প্রতিটি Subject Final ও Model Test এর পর বিশেষ Solve Class এর ব্যবস্থা করা হয়। সকল বিষয়ের মৌলিক ধারণা পরিষ্কার করাই মূল উদ্দেশ্য।
Regular Judgment
* Class Examination: প্রতিটি ক্লাস শুরু হওয়ার পূর্বে পূর্ববর্তী লেকচার এর উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের আলোকে ৩০/২৫ নম্বরের পরীক্ষা।
* Assessment Test: প্রতি ৪ লেকচার পরপর সংশ্লিষ্ট Lecture Contents এর উপর ভিত্তি করে ৬০ নম্বরের মানসম্মত Assessment Test হবে।
* Subject Final: প্রতিটি বিষয়ে পরিপূর্ণ দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে সকল লেকচার শেষে প্রতিটি বিষয়ে ১২০ নম্বরে ১টি Subject Final পরীক্ষা।
Model Test: অন্যান্য কোচিং এর মতো গতানুগতিক মডেল টেস্ট থেকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সর্বশেষ প্রশ্ন Pattern এর সাথে সঙ্গতি রেখে ১২০ নম্বরে ন্যূনতম ১০টি মডেল টেস্ট। পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত চলবে।
Guide Test
বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং জগতে ফোকাস গাইড বরাবরই অনন্য। তাই এই গাইডের প্রতিটি অধ্যায় মনোযোগের সাথে আত্মস্থ করানোর লক্ষ্যে গাইডের অধ্যায়ভিত্তিক প্রতিটি ১২০ নম্বরের ১টি Guide Test নেওয়া হয়।
Focus Special Batch (FSB)
* মূল্যায়ন Test এর মাধ্যমে বাছাইকৃত ১২০ জনকে নিয়ে (FSB) গঠিত (৪ ব্যাচ, প্রতি ব্যাচে ৩০ জন)।
* বিশেষ কমিটি ও সেরা Teacher দ্বারা পরিচালিত।
* Lecture Sheet এর বাইরে বাড়তি Course Materials সরবরাহ করা হয়।
* প্রতি ক্লাসে ৫০ নম্বরের Special Test
* ৩ ঘন্টাব্যাপী ক্লাস
Focus Intensive Care (FIC)
* Special Batch-Gi Performance এর ভিত্তিতে মাত্র ২০ জনকে নিয়ে (FIC) গঠন।
* দিনব্যাপী ওয়ার্কশপ। বিষয়ভিত্তিক সেরা শিক্ষকের তত্ত্বাবধানে গড়ে তোলাই প্রধান লক্ষ্য।
* পরীক্ষার পূর্বদিন পযর্ন্ত শিক্ষকদের তত্ত্বাবধানে রাখা।