একমাত্র আমাদের কোচিং-ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্বনামধন্য শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের সমম্বয়ে গঠিত পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালিত হয়। ক্লাসের বাহিরে কোন প্রাইভেট পড়ানো হয় না, ক্লাসেই সকল পাঠদান সম্পন্ন করা হয়। শিক্ষার্থীদের প্রয়োজনের প্রেক্ষিতে ক্লাস সিডিউলের বাইরে শিক্ষকদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে লেকচার সংক্রান্ত সমস্যার সমাধান। ফোকাসের সকল শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটে অধ্যয়নরত শিক্ষার্থী।
Bangla Lecture Two
Bangla Lecture-01
Bangla Lecture-01
English Lecture One
General Knowledge Lecture One
বাংলা
বাংলার জন্য মোট প্রশ্ন থাকবে ২৫টি এবং মোট নম্বর ৩০।
বাংলায় ভাল করার জন্য যা করতে হবেঃ
ক)ফোকাসের লেকচারশীটগুলো ভালোভাবে শেষ করতে হবে।
খ)উচ্চ মাধ্যমিক বাংলা পাঠ্য বইটি প্রথম থেকে শেষ পযর্ন্ত লেখক পরিচিতিসহ মনোযোগ দিয়ে পড়তে হবে।
গ)উক্ত বইয়ের আবশ্যিক গল্প ও কবিতায় ব্যবহৃত গুরুত্বর্পূণ লাইনগুলো চিহিৃত করতে হবে এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
ঘ)পঠিত বিষয়ে বিদেশী শব্দ এবং প্রবাদ প্রবচনগুলো উৎসসহ ভালভাবে জানতে হবে।
ঙ)বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে হবে।
চ)উচ্চ মাধমিক পর্যায়ে পঠিত পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত সকল লেখকের জন্ম ও মৃত্যু তারিখ এবং তাদের প্রকাশিত গ্রন্থাবলী সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
ছ)বাংলা বিষয়ে বেশি প্রশ্ন থাকে ব্যাকরণ অংশ থেকে। ব্যাকরণ সহজে আয়ত্ত করার জন্য ডঃ মুনির চৌধুরী লিখিত নবম-দশম শ্রেণীর বোড কর্তৃক নির্ধারিত বাংলা ভাষার ব্যাকরণ বইটি প্রথম থেকে শেষ পযর্ন্ত প্রতি লাইন ভালোভাবে পড়তে হবে। তাহলে ব্যাকরণে কোন সমস্যা থাকবে না বলে আশা করা যায়।
জ)বাংলা প্যানাসিয়া ও বাংলা সাপ্লিমেন্ট পড়বে।
ইংরেজি
ইংরেজির জন্য মোট প্রশ্ন থাকবে ২৫টি এবং নম্বর ৩০।
ইংরেজিতে দক্ষতা অর্জেনের জন্য প্রয়োজন-
ক.লেকচারশীটগুলো শেষ করতে হবে।
খ.নিয়মিত ইংরেজি পত্রিকা পড়া।
গ.TOEFL,IELTS,SAT,GRE,GMAT এই জাতীয় বইগুলোর Comprehension গুলো পড়ে ফেলা।
ঘ.Vocabulary knowledge বাড়ানো।Vocabulary Panacea শেষ করা।
ঙ.ব্যাকরণের জন্য যেসব বিষয়গুলো পড়তে হবে সেগুলো হলোঃ
চ. Grammar, Text ও Vocabulary Panacea পড়বে।
সাধারণ জ্ঞান
ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ১২০ নম্বরের পরীক্ষায় ৬০ নম্বরের প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞানে। সাধারণ জ্ঞানের দুইটি অংশ। বাংলাদেশ বিষয়ে মোট প্রশ্ন ২৫ টি, নম্বর ৩০ এবং আন্তর্জাতিক বিষয়ে মোট প্রশ্ন ২৫টি নম্বর ৩০। সাধারণ জ্ঞানে ভাল করতে হলে যা যা করতে-
ক) প্রত্যেক পরীক্ষার্থীর একটি করে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মানচিত্র থাকতে হবে এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের উপর বিস্তারিত জানতে হবে।
খ) নিয়মিত জাতীয় পত্র-পত্রিকা পড়তে হবে এবং Note খাতায় গুরুত্বপূর্ণ কথ্যগুলো লিখে রাখতে হবে।
গ) প্রতিমাসে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড জাতীয় পত্রিকাগুলো কিনতে হবে এবং বিস্তারিত পড়তে হবে।
ঘ) Focus Guide এর সাধারণ জ্ঞান অংশ এবং প্যানাসিয়া সাধারণ জ্ঞানের বই পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে।
ঙ) ফোকাস লেকচারশীটগুলো ভালভাবে পড়তে হবে।
চ) নিয়মিত BBC,CNN,ALJAJIRA,VOA-এর খবর শুনতে হবে এবং সেগুলো থেকে প্রয়োজনীয় তথ্য লিখে রাখতে হবে।সর্বোপরি সাধারণ জ্ঞান একটি বিশাল এবং বিস্তৃত বিষয় । এর কোন নিদির্ষ্ট সিলেবাস নেই। এ বিষয়ে দক্ষতা অর্জনের জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা থাকা প্রয়োজন ।HSC পরীক্ষার পরপরই দেরি না করে নিজেদেরকে আরও বেশি শাণিত করার লক্ষ্যে একটি বিশ্বস্ত বন্ধুসুলভ কোচিং বেছে নেয়ার দায়িত্ব তোমাদের।
Bangla
3 ক্লাস
English
1 ক্লাস
General Knowledge
1 ক্লাস
যে কোন ব্যাচে সুবিধামতো সময় বেছে নিয়ে ভর্তি হতে পারেন এখনই।