একমাত্র আমাদের কোচিং-ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্বনামধন্য শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের সমম্বয়ে গঠিত পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালিত হয়। ক্লাসের বাহিরে কোন প্রাইভেট পড়ানো হয় না, ক্লাসেই সকল পাঠদান সম্পন্ন করা হয়। শিক্ষার্থীদের প্রয়োজনের প্রেক্ষিতে ক্লাস সিডিউলের বাইরে শিক্ষকদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে লেকচার সংক্রান্ত সমস্যার সমাধান। ফোকাসের সকল শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটে অধ্যয়নরত শিক্ষার্থী।
বাংলা
বাংলায় মোট নম্বর ২৪। ২০টা প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২০ এবং ভুল উত্তরের জন্য .২৪ কাটা যাবে।
ইংরেজি
IN General English Section, there will be 20 questions, total marks 24. if you answer a question perfectly then you will get 1.20 marks. If you make any wrong answer then penalty mark is 0.24.
You have to remember that out of 20 questions, there will be probably
So you must have done several tasks
ব্যবসায় নীতি ও প্রয়োগ
মোট প্রশ্ন থাকবে ২০টি, নম্বর ২৪। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২০ এবং ভুল উত্তরের জন্য .২৪ কাটা যাবে।যে বিষয়গুলো লক্ষ্য করা দরকার এই সাবজেক্টে ভাল করার জন্য-
১)উচ্চ মাধ্যমিকের পাঠ্যবই (খালেকুজ্জামান স্যারের বইটি বিশেষ গুরুত্বপূর্ণ) খুব ভালভাবে পড়া।
২)ব্যবসায়ের বাস্তব জ্ঞান রাখা এবং পঠিত বিষয় সমূহের সাথে বাস্তবতার মিল দেখার চেষ্টা করা।
৩)ব্যবসায় সম্পর্কিত সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে জানা।
৪)ফোকাস লেকচারশিট সমূহ ভালভাবে সম্পন্ন করতে হবে।
৫)ম্যানেজমেন্ট প্যানাসিয়া বইটি গুরুত্ব সহকারে পড়তে হবে।
হিসাববিজ্ঞান
মোট প্রশ্ন থাকবে ২০, নম্বর ২৪।প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২০ এবং ভুল উত্তরের জন্য .২৪ কাটা যাবে।হিসাব বিজ্ঞানে ভাল করতে যে দিকগুলো খেয়াল রাখতে হবে-
১. পাঠ্যবেইয়ের Topic গুলো সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখা এবং Math গুলো মনোযোগের সাথে বুঝে বুঝে করা।
২. Math গুলোর পাশাপাশি Theory সম্পর্কে সম্যক ধারণা রাখা, কারণ পরীক্ষার Theory Type প্রশ্নই বেশী থাকে।
৩. হিসাব সমীকরণ,চুড়ান্ত হিসাব, ভুল সংশোধনী, জাবেদা,উৎপাদন ব্যয়, অংশীদারি কারবার, সমন্বয় জাবেদা ইত্যাদি Chapter গুলোকে অগ্রাধিকার দেয়া।
৪. লেকচারশীট ভালোভাবে শেষ করা।
৫. Accounting Panacea বইটি গুরুত্ব সহকারে পড়তে হবে।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং
প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২০ এবং ভুল উত্তরের জন্য .২৪ কাটা যাবে। প্রশ্ন থাকবে ২০টি, নম্বর ২৪। ফিন্যান্স এন্ড ব্যাংকিং এ ভাল করতে যে দিকগুলো খেয়াল রাখতে হবে-
১. ফোকসের লেকচারশীট গুলো বুঝে শেষ করা।
২. খালেকুজ্জামান স্যারের বইটি মনোযোগ সহকারে পড়া।
৩. উচ্চ মাধ্যমিক যার ফিন্যান্স ছিল সে ফিন্যান্স এর উত্তর করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের ভর্তি পরীক্ষায়।
বিপণন ব্যবস্থাপনা
প্রশ্ন থাকবে ২০টি, নম্বর ২৪। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২০ এবং ভুল উত্তরের জন্য .২৪ কাটা যাবে।
১. ফোকাসের লেকচার শীটগুলোই যথেষ্ট।
২. খালেকুজ্জামান স্যারের বইটি মনোযোগ সহকারে পড়া।
৩. উচ্চ মাধ্যমিকে যার Marketing ছিল সে C ইউনিটের ভর্তি পরীক্ষায় Marketing অংশ উত্তর করবে।
বিঃদ্রঃ- Finance অথবা Marketing যে কোন একটি অংশ পরীক্ষায় উত্তর করতে হবে।
Account
0 ক্লাস
যে কোন ব্যাচে সুবিধামতো সময় বেছে নিয়ে ভর্তি হতে পারেন এখনই।