কোচিং কেন? কেনই বা ফোকাস?

Photo

একমাত্র আমদের কোচিং-ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্বনামধন্য শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের সমম্বয়ে গঠিত পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালিত হয়। ক্লাসের বাহিরে কোন প্রাইভেট পড়ানো হয় না, ক্লাসেই সকল পাঠদান সম্পন্ন করা হয়। শিক্ষার্থীদের প্রয়োজনের প্রেক্ষিতে ক্লাস সিডিউলের বাইরে শিক্ষকদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে লেকচার সংক্রান্ত সমস্যার সমাধান। ফোকাসের সকল শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটে অধ্যয়নরত শিক্ষার্থী। মেয়েদের জন্য পৃথক ব্যাচ। সর্বাধুনিক ও এসি সমৃদ্ধ ক্লাসরুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও একঝাঁক মেধাবী শিক্ষার্থীর তত্ত্বাবধানে ভর্তি পরীক্ষার অনুরুপ M.C.Q এবং Written উভয় পদ্ধতিতে HSC পাঠ্য বইয়ের আলোকে রচিত সমৃদ্ধ, বিস্তৃত ও নির্ভুল লেকচার শীট এবং এর আলোকে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন। সকল বিশ্ববিদ্যালরের ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে সর্বাধিক Model Test গ্রহণ। প্রতিটি Lecture, Exam ও শিক্ষার্থীদের প্রয়োজন মাফিক বিশেষ সমস্যা গুলো যত্নের সাথে Slove করা হয়। প্রতিটি ১২০ নম্বরের M.C.Q ও লিখিত পরীক্ষায় শীর্ষ ১০ জনকে আকর্ষণীয় পুরষ্কার প্রদান। প্রতিটি পরীক্ষার Merit list প্রণয়ন ও SMS এর মাধ্যমে শিক্ষার্থী এবং অভিভাবকদের অবহিত করা হয় এবং শীর্ষ স্থানীয় শিক্ষার্থীদের পুরষ্কৃত করা। ভর্তি হলেই বিষয়ভিত্তিক অপ্রতিদ্বন্দ্বী ভর্তি গাইড ফ্রি প্রদান। সেরা শিক্ষার্থীদের নিয়ে Exclusive Special Batch এবং Intensive Care Batch গঠন। মেধাবী, অনগ্রসর ও অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের পৃথক ব্যবস্থাপনায় ভর্তি উপযোগী করার প্রচেষ্টা। কম স্কোরধারী শিক্ষার্থীদেরকে বিশেষ নার্সিং এর আওতায় নিয়ে নিবিড় পরিচর্যা করা হয়। ভর্তি পরীক্ষার মেধাতালিকায় ১ম, ২য়, ৩য়, স্থান অধিকারীকে ল্যাপটপ এবং শীর্ষ ২০ জনকে আকর্ষণীয় পুরস্কার ও মেধাবৃত্তি প্রদান। ফোকাস শুধু কোচিং-ই নয়, ফোকাস একটি পরিবার। সর্বোপরি আমাদের সকল প্রচেষ্টা ছাত্রকল্যাণের উদ্দেশ্যে নিবেদিত। আমাদের সকল শাখায় সেবা ও মান সমানভবে নিশ্চিত করা হয়।

শেয়ার করুন