• Facebook
  • Twitter
  • LinkedIn
  • Instagram
  • Whatsup
  • Telegram
  • Youtube
  • লগইন
  • Admission Now

  •   ফোকাস বিষয় ভিক্তিক গাইড
  •   কোচিং কেন? কেনই বা ফোকাস?
  •   বিশ্ববিদ্যালয় চান্স সমস্যা ও কৌশল
  •   ভার্সিটি তথ্য কণিকা
  •   বৃত্তি
  •   ক্যারিয়ার-নিয়োগ লিস্ট
  •   সাবজেক্ট রিভিউ
  •   ফটো গ্যালারি
  •   ভিডিও গ্যালারি
  •   নোটিশ
  •   কিভাবে ভর্তি হবে?
  •   সাফল্যের নেপথ্যে
logo
  • আমাদের সম্পর্কে
    • আমাদের সম্পর্কে
    • গাইড
    • DU ইতিহাস ও ঐতিহ্য
    • সাফল্যের নেপথ্যে
    • উপদেষ্টা সংস্থা
    • মহাপরিচালকের কথা
  • শাখাসমূহ
  • কোর্সসমূহ
    • ‘ক’ ইউনিট
    • ‘খ’ ইউনিট
    • ‘গ’ ইউনিট
    • সেকেন্ড টাইম
  • হোম
  • ফোকাসে কেন ভর্তি হবে?

ফোকাসে কেন ভর্তি হবে?

Photo

HSC পরীক্ষার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং Basic  Conception এক জিনিস নয়। Conception এ বিরাট ঘাটতি রেখেও HSC তে ভাল Result করা যায়। উচ্চ মাধ্যমিক স্তরে পড়ার সময় হয়তো তোমরা অনেক অধ্যায় বাদ দিয়ে গিয়েছো অথবা ভালভাবে পড়ার সুযোগ পাওনি। অথচ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন হতে পারে। ফোকাসের প্রতিটি লেকচার নিয়ে থাকেন শুধুমাত্র নির্দিষ্ট বিষয়সমূহের উপর Specialist শিক্ষকগণ। যারা তোমাদের প্রতিটি Topics খুঁটিনাটি আগাগোড়া বুঝিয়ে Basic Conception Clear করে দিবেন, যা HSC পরীক্ষার পর অনেকেরই খুব একটা থাকে না। মনে রাখবে, বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র এমন যে Basic Conception Clear না থাকলে শুধুমাত্র মুখস্থ করে প্রশ্নের উত্তর করা কোনভাবেই সম্ভব হয় না।

ছাত্র ও ছাত্রীদের আলাদা ব্যাচ:
কোচিং এর ৩/৪ মাস তোমাদের জীবনের সবচেয়ে কঠিন সংগ্রামের মাস। কারো জীবনে যদি কোন অন্ধকার নেমে আসে তাহলে এই সময়ের সামান্য ভুলের কারণে, এই সময়কে অবহেলার কারণেই তা নেমে আসবে। তাই ছাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে এবং শিক্ষার্থীদেরকে তাদের পড়াশোনার প্রতি মনোযোগ ধরে রাখার জন্য ফোকাস ছেলে-মেয়েদের ব্যতিক্রমধর্মী আলাদা ব্যাচের আয়োজন করেছে। ফোকাসের এ ব্যবস্থা অভিভাবক মহলে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে।

Problem Box:
    প্রত্যেক শিক্ষার্থী তাদের পড়ালেখা বিষয়ক যে কোন অভিযোগ ক্লাসরুমের পাশে রাখা Problem Box এ রেখে যাবে। পরে স্পেশালিষ্ট লেকচারারগণ সে Problem সল্ভ করে দিলে ঐ শিক্ষার্থীর কাছে তা পাঠিয়ে দেওয়া হয়।

Lecture Quality Evaluation:
    মানসম্মত লেকচার নিশ্চিতের জন্য ফোকাসের রয়েছে Lecture Quality Evaluation Sheet । প্রতিটি লেকচার শেষে শিক্ষার্থীদেরকে এই শীট প্রদান করা হয়, যেখানে তারা লেকচার সম্পর্কিত তাদের কোন পরামর্শ বা অভিমত থাকলে তা ব্যক্ত করতে পারে। পরবর্তীতে কর্তৃপক্ষ তাদের পরামর্শের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে।

Admission Form Fill Up:
     ভর্তি পরীক্ষার Online Form যথাযথ ভাবে পূরণ করার নিয়ম আমরা ফোকাসের শিক্ষার্থীদের হাতে কলমে শিখিয়ে দিয়ে থাকি। Form Fill Up করার সময় সাবজেক্ট চয়েজ এর ক্ষেত্রে ভুল হওয়ায় অনেকে ভালো স্কোর করেও ভলো সাবজেক্টে চান্স পায় না। আমরা নিজ দায়িত্বে সঠিকভাবে ফর্ম পূরণ করতে সাহায্য করি, যাতে পরবর্তীতে কোন সমস্যা না হয়।

নিয়মিত ক্লাসে উপস্থিতি মনিটরিং ও রেজাল্ট ভিত্তিক কাউন্সিলিং
শিক্ষার্থীদেরকে নিয়মিত ক্লাসে উপস্থিত করানোর লক্ষ্যে কঠোরভাবে তাদের উপস্থিতি মনিটরিং করা হয়। কেউ লেকচার ক্লাসে অনুপস্থিত থাকলে অথবা ক্লাস টেস্টে অংশগ্রহণ না করলে ক্লাস চলাকালীন সময়ের মধ্যেই আমরা সম্মানিত অভিভাবকদেরকে বিষয়টি অবহিত করে থাকি। এছাড়া শিক্ষার্থীর ক্লাস টেস্ট এবং সাপ্তাহিক পরীক্ষার রোজল্টের উপর সামগ্রিক দিক নির্দেশনা ও প্রয়োজনবোধে সল্ভ/রিভিউ ক্লাস এর ব্যবস্থা করা হয়।

নিবিড় তত্ত্বাবধান/কাউন্সিলিং:
    শাখা সমূহে সার্বক্ষণিক ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্রদের দ্বারা নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে নিয়মিত Take Care করা হয় ও সঠিক দিক-নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া প্রতিটি ক্লাস রুমের জন্য রুম কাউন্সিলরের মাধ্যমে ফলাফল মূল্যায়ন ও পরামর্শ প্রদানের ব্যবস্থা রয়েছে। চান্স পরবর্তী সময়েও বিশ^বিদ্যালয়ে যেকোন সমস্যার আন্তরিক সমাধানের সর্বাত্মক প্রচেষ্টা করা হয়।

যথাযথ ও নিখুঁত মূল্যায়ন পদ্ধতি:
    ফোকাসের ক্লাস টেস্ট, অ্যাসেসমেন্ট টেস্ট ও মডেল টেস্টের প্রশ্নপত্র প্রণয়ন করা হয় ঢাকা বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের অনুকরণে। আমরা কখনোই এমন প্রশ্নে পরীক্ষা নেই না যা অতিরিক্ত সহজ, শিক্ষার্থীদেরকে বায়বীয় আত্মবিশ^াসের চূড়ান্তে পৌঁছে দেয় কিংবা অতিরিক্ত কঠিন প্রশ্ন না, যা শিক্ষার্থীদের হতাশা বাড়িয়ে তোলে। বরং মানসম্মত, ভর্তি পরীক্ষার বিশুদ্ধ ক্লোন প্রশ্নপত্র সল্ভ করার মাধ্যমে শিক্ষার্থীরা ঢাকা বিশ^বিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যোগ্য হয়ে উঠে।

চিকিৎসা সুবিধা:
কোচিং চলাকালীন সময়ে শিক্ষার্থীদের যে কোন শারীরিক সমস্যায় দ্রুত চিকিৎসা সেবা দেয়ার জন্যে আমাদের প্রতিটি শাখায় First Aid Box এর ব্যবস্থা আছে। জরুরী প্রয়োজনে হাসপাতালে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়ে থাকে।
ফোকাস পরিবার:
    আমরা মনে করি, আমাদের এখানে ভর্তিকৃত সকল শিক্ষার্থী আমাদের ছোট ভাই এবং বোনের মত। আমরা একটি পরিবারের মত আমাদের আন্তরিক প্রচেষ্টা, দিক-নির্দেশনা ও সঠিক পরিচর্যার মাধ্যমে তাদেরকে ভর্তির উপযোগী করে তুলি এবং এভাবেই ফোকাস পরিবারের নিরন্তর পথ চলা।

আমাদের আছে ঢাবির একঝাঁক স্বনামধন্য শিক্ষকমণ্ডলী:
    ফোকাসের শিক্ষকদের মধ্যে সবাই ঢাকা বিশ^বিদ্যালয়ের অভিজ্ঞ, তরুণ ও মেধাবী ছাত্র, যারা তাদের অভিজ্ঞতার আলোকে পরীক্ষায় কোন ধরণের প্রশ্ন বেশি আসে সে ব্যাপারে দিক-নির্দেশনা দেবেন। তারা লেকচারে তাদের সর্বোচ্চ সেবা, অভিজ্ঞতা, আন্তরিকতা ঢেলে দেবেন। আর ঢাকা বিশ^বিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের মধ্যে থেকে বিশেষ বাছাই প্রক্রিয়ায় সর্বোচ্চ মেধাবী ছাত্রদেরকে ফোকাস তার শিক্ষক হিসেবে বেছে নেয়।

শেয়ার করুন

PDF Video Photo

সকল নোটিশ

images

২০২৩-২৪ সেশনে এককালীন বিশেষ ছাড়ে ভর্তি চলছে।

images

ঢাবি ভর্তি পরীক্ষায় ২০২২-২৩ সেশনে খ-ইউনিটে ”১ম” হয়েছেন ফোকাস “বরিশাল” শাখার শিক্ষার্থী ” অয়ন চক্রবর্তী ”।

images

ইংরেজি অনলাইন ফ্রি ক্লাস

images

”৩য়” হয়েছেন ফোকাস “মিরপুর” শাখার শিক্ষার্থী ”হুমায়রা নবনী”।

images

২০২২-২৩ সেশনে এককালীন বিশেষ ছাড়ে ভর্তি চলছে

images

দেশের প্রথম ও সেরা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং

ফেইসবুক পেজ

ফোকাস

বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং

“সাফল্যের ৪০ বছর”

যোগাযোগ

 :  BTI সেন্ট্রাল প্লাজা (২য় তলা ), ফার্মগেট , ঢাকা - ১২১৫
 : ০১৭৫০১৩৮৯৫০, ০১৭২০৯৫৮৫১০
 : focusdu@gmail.com

Your Merit,
Our Schooling,
Your Admission

Copyright © 2025 FOCUS
Design and Development by HRSOFTBD